বিপিএলে ১০০ উইকেট নেওয়া চতুর্থ ক্রিকেটার হিসেবে কীর্তি অর্জন করেছেন মুস্তাফিজ। বিপিএলে তার অসাধারণ বোলিং দক্ষতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স এর ম্যাচ অনুষ্ঠিত হয় । ৯৯ উইকেট নিয়ে মাঠে নেমে সিলেটের জাকির হাসান কে ঘরে ফিরিয়ে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি । এর আগে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন এই বিশেষ অর্জন গড়েছিলেন।
বিপিএলে সর্বোচ্চ উইকেটস গ্রাহক হিসেবে সাকিব আল হাসান ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। তার পরেই আছেন তাসকিন আহমেদ যিনি ৮৬ ম্যাচে ১২০ উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন রুবেল হোসেন ৮৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১০।
মুস্তাফিজ এই অর্জন তাকে বিপিএলে একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তিনি বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
ইউএ / টিডিএস
 
			         
														