চ্যাম্পিয়ন্স লিগ-এ ইতিহাস গড়ল লিভারপুল

by Sports Desk

অ্যানফিল্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লিভারপুল ফরাসি ক্লাব লিলকে ২–১ গোলে পরাজিত করে সবার আগে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। জয়ের মাধ্যমে লিভারপুলের ম্যানেজার আর্নে স্লট চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোচ হিসেবে রীতিমত রেকর্ড গড়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি ) অ্যানফিল্ড-এ লিলের বিরুদ্ধে লিভারপুল জয় পায়। এই জয়টি তাদের শেষ ১৬-তে চলে যাওয়ার পথ পরিষ্কার করে দেয়। লিল ১০ জনের দল নিয়ে খেলার পরেও লিভারপুলকে জয় পেতে খানিক কাঠখড় পোড়াতে হয়েছে।

Advertisements

নতুন কোচ আর্নে স্লট লিভারপুলে যোগ দেওয়ার পর তার নতুন কৌশল ও পরিকল্পনায় দলটি চমকপ্রদ পারফরম্যান্স প্রদর্শন করেছে। ইউর্গেন ক্লপ এর অধীনে লিভারপুল আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। স্লট ধীরগতির ফুটবল শৈলী অবলম্বন করেছেন যা দলের জন্য দ্রুতই ফলস্বরূপ হয়েছে। লিভারপুলের এই সাফল্য তাদের দলের নতুন কৌশল ও স্লটের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছে।

আর্নে স্লটের এই অসাধারণ পারফরম্যান্স তাকে এবং লিভারপুলকে ভবিষ্যতে আরও সফলতার পথে নিয়ে যাবে এবং তিনি ক্লাবের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

ইউএ / টিডিএস

You may also like