হালান্ডের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কেইন

by Sports Desk

৫০ ম্যাচে ৫৫টি গোল অর্জন করে আর্লিং হালান্ডের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বুন্ডেসলিগায় ৫০তম ম্যাচ খেলতে নামেন কেইন। ম্যাচে বিরতির ঠিক আগে ও পরে হেডে দুটি গোল করেন তিনি। বায়ার্ন ৪-৩ গোলে জয়লাভ করে। জার্মানির শীর্ষ লিগে প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এই ফুটবলারের।

জার্মান ফুটবল ছেড়ে ইংল্যান্ডে গিয়ে যেমন ছড়ি ঘোরাচ্ছেন আর্লিং হালান্ড তেমনি স্বদেশের ফুটবল ছেড়ে জার্মানিতে গিয়ে দাপট দেখাচ্ছেন হ্যারি কেইন। দুর্বল হোলস্টেন কিলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ইংলিশ স্ট্রাইকার। জোড়া গোল করে তিনি ভাঙলেন হালান্ডের পুরোনো একটি রেকর্ড।

ম্যাচটি খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নেন কেইন। কারণ বরুশিয়া ডর্টমুন্ডে আড়াই মৌসুম খেলা নরওয়ের তারকা আর্লিং হালান্ড বুন্ডেসলিগায় প্রথম ৫০ ম্যাচে গোল করেছিলেন ৫০টি।

ইউএ / টিডিএস

You may also like