দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

by Sports Desk

দক্ষিণ আফ্রিকার মেয়েদের ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে ভারতের মেয়েরা।

রবিবার( ২ ফেব্রুয়ারি ) মালয়েশিয়ায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রায় একতরফা লড়াইয়ের মাধ্যমে ফাইনাল জিতেছে ভারতীয় দল।

Advertisements

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কায়লা রেনেকে। তার সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করতে পারেননি দলের ব্যাটাররা। ভারতের বোলিং আক্রমণের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না প্রোটিয়া মেয়েরা।

ভারতের সফলতম বোলার ছিলেন গোঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৬ রানে ২ উইকেট শিকার করেছেন পারুনিকা সিসোদিয়া। ৯ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লা। এছাড়া ২৩ রানে ২ উইকেট নিয়েছেন বৈষ্ণবী শর্মা এবং ৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন শবনম শাকিল।

দ্বিতীয়বার অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল এটি। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা।

২০২৭ সালের প্রতিযোগিতার আয়োজক দেশ হবে বাংলাদেশ এবং নেপাল। ২০টি দেশ অংশ নেবে বিশ্বকাপে।

ইউএ / টিডিএস

You may also like