এক ঘণ্টায় ফুরিয়ে গেল ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক

দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটির টিকিট শেষ হয়ে গিয়েছে মাত্র ১ ঘণ্টার মধ্যে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের। দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ হয়ে গেছে।

দুবাইয়ে মোট চারটি ম্যাচ হওয়ার কথা। যদি ভারত ফাইনালে উঠতে পারে তাহলে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হওয়ার কারণে বাকি সমস্ত ম্যাচ পাকিস্তানে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মাত্র এক ঘণ্টায় চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু ভারত–পাকিস্তান ম্যাচ নয় টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে দুবাইয়ে বাংলাদেশ–ভারতসহ চার ম্যাচের সব টিকিট।

ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসে এক সমর্থক বলেছেন, ‘লাইন যে লম্বা হবে সেটা আমিও বুঝেছি। কিন্তু যে গতিতে টিকিট শেষ হয়ে গেল সেটা অবাক করার মতো। যখনই লাইনে নিজের জায়গাটা পাকাপোক্ত করলাম। তখন দেখি মাত্র দুই ধরনের টিকিট বাকি আছে যা আমার বাজেটের বাইরে।’

ভারত পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

ইউএ / টিডিএস

You may also like