চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বেই মহাবিপাকে অস্ট্রেলিয়া

by Sports Desk

অধিনায়ক প্যাট কামিন্স অ্যাঙ্কেলের চোটে আক্রান্ত হওয়ায় বিপদে পরেছেন অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণ অনিশ্চিত।

ইনজুরিতে অলরাউন্ডার মিচেল মার্শের ছিটকে যাওয়ার খবর পুরনো হওয়ার আগেই অস্ট্রেলিয়া আরও দুঃসংবাদ পেয়েছে। অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার জশ হ্যাজলউডের অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাসখানেক বাকি। তবে অধিনায়ককে নিয়ে অস্ট্রেলিয়া এক বড় বিপদে পড়েছে।ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কয়েক দিনের মধ্যে তার অ্যাঙ্কেলের স্ক্যান করা হবে।

Advertisements

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ‘এসইএন’ রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কামিন্স বোলিং করতে পারছে না ফলে তার না খেলার সম্ভাবনাই বেশি। আমাদের এখন নতুন অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ ও ট্রাভিস কথা হয়েছে। তাদের দু’জনকেই নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে।’

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় পাচ্ছে দলগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’-তে পড়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের সঙ্গে আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ইউএ / টিডিএস

You may also like