টসে জিতে ব্যাটিংয়ে বরিশাল

by Sports Desk

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চিটাগং- এর বিপক্ষে ব্যাটিংয়ে নামবে বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসরের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নামা বরিশাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবাল। ফলে প্রথমে ব্যাটিং করবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগাং।

Advertisements

এটি ফরচুন বরিশালের জন্য টানা দ্বিতীয় ফাইনাল এবং গত চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল। অন্যদিকে চিটাগং কিংস ২০১৩ সালে বিপিএলের ফাইনালে খেলেছিল। সেবার হতাশা নিয়ে ফিরে এলেও এবার তারা সেই আক্ষেপ ঘুচাতে প্রস্তুত। শামিম, ইমন ও খালেদরা এই ফাইনালে জয়ের জন্য লড়ছেন।

তামিম ইকবালের সামনে এবার একটি বড় সুযোগ—অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে একটি নতুন রেকর্ড গড়ার।

সুপ্তি / টিডিএস

You may also like