পেসার বুমরাহর ভাগ্য নির্ধারণ আজ

by Sports Desk

চ্যাম্পিয়নস ট্রফিতে যশপ্রীত বুমরাহ থাকছেন কি থাকছেন না সেই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে আজ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইসিসির কাছে দল জমা দেয়ার চূড়ান্ত সময়। কিন্তু এখনো চোটের কারণে বুমরাকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ফিজিওদের দলের বড় বৈঠক থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

Advertisements

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা এখন সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে একটি বৈঠক করবে।

গত ১৮ জুন ভারত বুমরাহকে রেখেই ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। একইসঙ্গে তাকে রাখা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলেও। বলা হয়েছিল শেষ ম্যাচটি খেলেই নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরাহ। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) হবে সিরিজের শেষ ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে খেলার কথা ছিল বুমরার। ১৮ জানুয়ারিতে দল ঘোষণার পর এই কথা বলেছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে আহমেদাবাদে না গিয়ে বুমরা গেছেন বেঙ্গালুরুতে পরীক্ষা করাতে।

ভারতকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আজই। ১১ ফেব্রুয়ারির পর স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে। সেক্ষেত্রে ইনজুরি কিংবা অন্য কোনো কারণে স্কোয়াডের ক্রিকেটারকে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে আইসিসিরি অনুমোদনের প্রয়োজন হবে।

ইউএ / টিডিএস

You may also like