বাভুমাদের সঙ্গে তর্ক, কি বললেন আফ্রিদি

by Sports Desk

ম্যাথু ব্রিটজকের সাথে মুখোমুখি শারিরীক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময়েরও সৃষ্টি নিয়ে কথা বলেছেন শাহিন আফ্রিদি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচিতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি।

Advertisements

এই প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, ‘প্রথমবার ম্যাথু কোনো কথা বলেনি। আমি উইকেট পেতে কিছুটা স্লেজিং করছিলাম। তবে মাঠে যা হয়েছে সেটা ওখানেই ফেলে এসেছি। পরে ম্যাথুর সঙ্গে দেখা হয়, হাত মেলাই। আমরা আবার বন্ধু হয়ে গেছি।’

পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বার বার মেজাজ হারাতে দেখা গেছে। কেবল প্রতিপক্ষ খেলোয়াড়দের শুধু উত্তপ্তই (স্লেজিং) করে থেমে যাননি , কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন।

আইসিসি থেকে এসব ঘটনায় শাস্তিও পেয়েছেন ৩ পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারিরীক অগ্রহণযোগ্য।’

ইউএ / টিডিএস

 

You may also like