ব্রাইটনের কাছে আবারো হার চেলসির

by Sports Desk

সপ্তাহের ব্যবধানে ব্রাইটনের বিপক্ষে পর পর হারের মুখ দেখলো চেলসি। ৩-০ গোলে দ্য ব্লুজকে হারিয়েছে পূর্ব সাসেক্সের ক্লাবটি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)রাতে ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়। চেলসিকে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় ব্রাইটন। টেবিলে অবশ্য তেমন পরিবর্তন আসেনি। ৪৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি। তিন ধাপ এগিয়ে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আটে।

Advertisements

ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে মিতোমা দুর্দান্ত এক গোল করেন। এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন মিন্তেহর। চেলসি সুযোগ কাজে লাগায় ৩৫ মিনিটের মাথায়। এনজো ফার্নান্দেজের হেডে বল জালে জড়ালেও পরে গোল বাতিল হয়। ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়।

৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। খেলার ৬৩ মিনিটে মিন্তেহর তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন। নিশ্চিত করে লিগের বড় জয়। ঘরের মাঠে সবশেষ নভেম্বরে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ব্রাইটন।

ইউএ / টিডিএস

You may also like