৭০ বল আগেই অলআউট বাংলাদেশ

by Sports Desk

সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ, তবে মেহেদি হাসান মিরাজও চেষ্টা করেছিলেন এই ইনিংস টেনে নিয়ে যাওয়ার। কিন্তু মিরাজের বিদায়ের পর ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে। পাকিস্তান ‘এ’ দলের বোলারদের সামনে দাঁড়িয়ে থাকতে পারেননি মুশফিকুর রহিম ও জাকের আলির মতো ব্যাটাররা, ফলে কোনোরকমে ২০০ রান ছুঁয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮.৪ ওভার শেষে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন, সৌম্য সরকার করেন ৩৫ রান।

Advertisements

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ হাসান তামিম শুরুতে ৬ রানে বোল্ড হন। পরের ব্যাটসম্যান শান্তও বড় কিছু করতে পারেননি, ১২ রান করে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান।

তামিম ও শান্ত ব্যর্থ হলেও সৌম্য সরকার দারুণ ব্যাটিং করেন। সৌম্য মাঠে ফিরেও শুরুতে ভালো খেলেন এবং পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলে। তবে সৌম্যও ইনিংস বড় করতে পারেননি, রান আউটে ৩৫ রান করে সাজঘরে ফিরেন।

সৌম্যর বিদায়ের পর মেহেদি হাসান মিরাজ দায়িত্ব নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু হৃদয় ১৯ রান করে আউট হয়ে যান। এরপর মিরাজ ৫৩ বল খেলে ৪৪ রান করে হতাশ হয়ে ফিরে যান। মুশফিক, জাকের আলিরা ব্যর্থ হলে, বাংলাদেশ দেড়শর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে।

শেষে তানজিম সাকিব ও রিশাদ হোসেন চেষ্টা করেন, তবে সাকিব ২৭ বলে ৩০ রান করেন, আর রিশাদ ১৫ বলে ১৪ রান করেন। নাসুম আহমেদ ১৫ রান যোগ করেন, এবং শেষ পর্যন্ত লেজের ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ কোনোরকমে ২০০ রান ছুঁয়ে অলআউট হয়।

সুপ্তি / টিডিএস

You may also like