ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান যিনি ঘরোয়া অ্যাথলেটিকসে অংশ নেওয়ার পর থেকে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছিলেন, এবার খেলা থেকে অবসর নেওয়ার পর আলোচনা হচ্ছিল, কে হতে চলেছে পরবর্তী দ্রুততম মানব। চারবার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরান এবার খেলায় অংশ না নেবার সিদ্ধান্ত নেন, যার ফলে প্রশ্ন উঠেছিল, তিনি কি তার শিরোপা ধরে রাখতে পারবেন?
শেষ পর্যন্ত পুরোনো পরিচিত মুখ মোহাম্মদ ইসমাইল দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন। সোমবার ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন একই বাহিনীর রাকিবুল হাসান, যিনি ১০.৬৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। তবে দৌড় শেষ করার পরই ভারসাম্য হারিয়ে পড়ে যান।
তিন বছর পর ইসমাইল পুরোনো মসনদ ফিরে পেয়ে বিজয় মঞ্চে দাঁড়িয়ে আছেন শিরিন আক্তারের পাশে। শিরিন ১৬তম বার দেশের দ্রুততম মানবী হয়েছেন, তিনি সময় নিয়েছেন ১২.০১ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুমাইয়া দেওয়ান, যিনি ১২.১৫ সেকেন্ডে দৌড় শেষ করেছেন।
জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও অন্যান্য কর্মকর্তারা।
সুপ্তি / টিডিএস