চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানসিটির বিদায়

by Sports Desk

রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলের হারে চলতি মৌসুমে অধ্যায় শেষ হল ম্যানসিটির।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শেষ হতে সময় নিয়েছিল ৩৩ মিনিট। এর আগে ১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ৩৩ মিনিটের মধ্যে দুই গোল করে অ্যাগ্রিগেটের হিসেবে রিয়ালকে ৩ গোলে এগিয়ে নেন এমবাপে। সেখান থেকে ফিরে আসা কার্যত অসম্ভব ছিল। অবশেষে ৩-১ গোলের হার এবং ৬-৩ অ্যাগ্রিগেট ফলাফলে ম্যাচটি শেষ হয়।

হ্যাটট্রিক করার পর কিলিয়ান এমবাপে বলেন, ‘এটা ছিল একদম নিখুঁত রাত। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে, এটাই সত্যি। আমরা সবসময়ই ঘরের মাঠে শক্তিশালী এবং সমর্থকদের আনন্দ দিতে পেরে দারুণ লাগছে।’

রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে মুখোমুখি হতে পারে বায়ার লেভারকুসেন অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামী শুক্রবারের ড্রয়ের ফলাফলের ওপর।

ইউএ / টিডিএস

You may also like