টুর্নামেন্টের স্বার্থে পাকিস্তানকে জয়ী দেখতে চান ভারতের সাবেক তারকা খেলোয়াড় অতুল ওয়াসান।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের আগে চলছে নানা হিসাব-নিকাশ। কেউ ভারতের জয় কামনা করছেন, আবার কেউ স্বাগতিক পাকিস্তানের হাতে শিরোপা দেখতে চান। সেখানে ভারতের সাবেক তারকা খেলোয়াড় অতুল ওয়াসান এবার শিরোপা জয়ী হিসেবে পাকিস্তানকে দেখতে চান।
ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন,‘ আমি চাই পাকিস্তান জিতুক। কারণ টুর্নামেন্টের জন্য এটাই ভালো হবে। পাকিস্তানকে জিততে না দিলে তারা কী করবে? পাকিস্তান যদি জেতে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। একটা সমান সমান লড়াই হওয়া উচিত।’
ভারতের জার্সিতে ৪ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা অতুল আরো বলেন, ‘ভারতের দলে শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান আছে। ৮ নম্বরে ব্যাটিং করেন অক্ষর প্যাটেল। রোহিত ৫টা স্পিনার দলে নিয়েছে যেটা দুবাইয়ের জন্য ভালো। যে দল আছে এর ওপর বিশ্বাস রাখো ও সামনে এগিয়ে যাও।’
বাংলাদেশের বিপক্ষে ঋষভ পন্তকে বেঞ্চে রাখাকে ভালো চোখে দেখছেন না তিনি। অতুলের দাবি, ‘আমি খুবই হতাশ যে ঋষভ পন্ত খেলছেন না। আমি জানি না কেন। সে এক অসাধারণ খেলোয়াড়, যে কি না প্রতিপক্ষের মনে ভয় ধরাতে পারে। সে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
ইউএ / টিডিএস