ভারত-পাকিস্তান ম্যাচেই নির্ধারণ হবে বাংলাদেশের সমীকরণ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকাংশে নির্ধারিত হবে ভারত-পাকিস্তান ম্যাচেই ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দুই দলের—ভারত বাংলাদেশকে পরাজিত করলেও পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যায়।

ভারত-পাকিস্তান ম্যাচ ও বাংলাদেশের সমীকরণঃ

ভারত জিতলে: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জন্য জয় বাধ্যতামূলক হয়ে যাবে।
পাকিস্তান জিতলে: নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে রানরেটের সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে।

তবে যদি পাকিস্তান ও বাংলাদেশ দু’দলই নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে চার দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে—প্রত্যেকের ২ করে। ফলে শেষ ম্যাচগুলো হয়ে উঠবে চরম উত্তেজনাপূর্ণ। যেখানে জয়ী দলই জায়গা করে নেবে সেমিফাইনালে। তাই গ্রুপ পর্বের সমীকরণের এই নাটকীয়তা শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ থেকেই।

ইউএ / টিডিএস

You may also like