শামির চোট ভারতকে বিপদে ফেলে দিল

স্পোর্টস ডেস্ক

গোড়ালির চোট থেকে সেরে বোলিংয়ে মাঠে নামলেও খুব বেশি কিছু করতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৫ম ওভারের পর তাকে মাঠ ছাড়তে হয়েছে। পুরনো গোড়ালির চোট আবার তাকে ভোগাচ্ছে কিনা, তা নিয়ে চলছে অনেক আলোচনা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি ছবিতে দেখা গেছে, মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যাচ্ছেন শামি। তার জায়গায় মাঠে নেমেছেন ওয়াশিংটন সুন্দর, আর বোলিং আক্রমণেও এসেছে পরিবর্তন। হার্দিক পান্ডিয়া বল হাতে ভারতের এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

নিজের তৃতীয় ওভারের সময়ই কিছুক্ষণ বিরতি নিয়েছিলেন শামি এবং ফিজিওকে ডাকেন। টিভিতে দেখা গিয়েছিল, তিনি ডান পায়ের গোড়ালিতে কিছু ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিক চিকিৎসার পর সে ওভারটা শেষ করতে পেরেছিলেন, তবে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়।

 

সুপ্তি / টিডিএস

You may also like