নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের কোচ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার সাদা বলে ঝড় তোলেন নাহিদ রানা। আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে এটা তার প্রথম অভিজ্ঞতা। বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক বড় অর্জন হিসেবে বিবেচিত নাহিদ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকটি খারাপ করেননি।

দল জিততে না পারলেও, তার ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ৪৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন এই গতিময় পেসার, এবং সেই উইকেটটি ছিল গুরুত্বপূর্ণ। কেইন উইলিয়ামসনকে তিনি ক্যাচ দিতে বাধ্য করেন, যা তার বোলিংয়ের শ্রেষ্ঠ মুহূর্তগুলির একটি। রাচীন রবীন্দ্রও নাহিদ রানার দারুণ বোলিংয়ের প্রশংসা করেছেন।

বাংলাদেশ দল আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন কোচ আকিব জাভেদ। সেখানে তিনি টাইগার পেসারদের প্রশংসা করেন এবং পুরো পেস ইউনিটের কৃতিত্ব তুলে ধরেন।

আকিভ বলছিলেন, ‘বাংলাদেশ দল যখন পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল তখন দেখেছি নাহিদ রানার খেলা, পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দেখেছি। আমি মনে করি সে খুব ভালো স্কিলফুল বোলার। তার উচ্চতা, পেস খুব ভালো। তাসকিন আহমেদ ও স্কিলফুল, মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ বোলার।’

সুপ্তি / টিডিএস

You may also like