বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচের টস হতে দেরি হচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়লেও জয় দিয়ে আসর শেষ করতে প্রস্তুত দুই দল। তবে মাঠে গুমোট আবহাওয়া, আর টসের সময় হয়ে গেলেও বৃষ্টি থামছে না। ফলে দুই দলের অধিনায়করা এখনো কয়েন ছোঁড়ার সুযোগ পাননি।
পাকিস্তানের জন্য এটি ঘরের মাঠে সম্মানের লড়াই। টুর্নামেন্টে তারা টিকে না থাকলেও জয় দিয়ে শেষ করতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে, বাংলাদেশও চাইবে জয় দিয়ে এ আসর শেষ করতে।
রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল এবং খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে টসের সময় এখনো অনিশ্চিত, যা ম্যাচের দৈর্ঘ্যেও প্রভাব ফেলতে পারে।
প্রসঙ্গত, স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায়। বাংলাদেশও একই প্রতিপক্ষের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে।
এখন অপেক্ষা, বৃষ্টি কতক্ষণে থামে এবং ম্যাচ কত ওভারে নেমে আসে। মাঠ ও আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপডেট জানাতে হবে আয়োজকদের।
সুপ্তি / টিডিএস