চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকদের জন্য ইফতার সেবা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতার সরবরাহ করবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিম দর্শকদের ইফতার নিয়ে কোনো সমস্যা না হয়, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছে ইসিবি।

পোস্টে ইসিবি লিখেছে, ‘রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এছাড়া ভারত যদি ফাইনালে পৌঁছায়, তবে দুবাইয়ে মোট তিনটি ম্যাচ হবে।

আগামী রোববার (২ মার্চ) দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর খেলায় ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। উভয় দলই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ভারত প্রথম সেমিফাইনালে খেলবে, তবে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ম্যাচটি হবে ৪ মার্চ, এবং ভারত যদি ফাইনালে ওঠে, তবে সেই ম্যাচটি হবে ৯ মার্চ, দুবাইয়ে।

 

সুপ্তি / টিডিএস

You may also like