19
			
				            
							                    
							        
    জিতলে সেমিতে পৌঁছানোর আশা বেঁচে থাকবে, হারলেই বিদায় – এই সমীকরণের সঙ্গে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামল আফগানিস্তান। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে চলে যাবে, আর হারলে আফগানিস্তানকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। অস্ট্রেলিয়া হেরে গেলে তাদের পরবর্তী সম্ভাবনা নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের ওপর।
এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আফগানিস্তান আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭৩ রান সংগ্রহ করেছে, তাদের সবকটি উইকেট হারিয়ে। সেরা রান সংগ্রাহক সেদিকুল্লাহ, যিনি ৮৫ রান করেছেন, আর দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আফগানিস্তানের জন্য এটি একটি বাঁচা-মরার ম্যাচ, একই পরিস্থিতিতে রয়েছে অস্ট্রেলিয়াও।
সুপ্তি / টিডিএস
 
			         
														