চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। চলতি সপ্তাহের শুরুতেই আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান পালিত হচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য অনেক দেশে আজ শুরু হচ্ছে প্রথম রোজা।
মুসলিম বিশ্বে রমজানের প্রভাব এবার ফুটবল দুনিয়াতেও পড়েছে। রমজান মাসে ইসলাম ধর্মের অনুসারী ফুটবলাররা ধর্মীয় বিধিনিষেধ অনুসরণ করে পানাহার থেকে বিরত থাকছেন। তাদের এই ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফএ।
এফএ কাপের চলমান ম্যাচগুলোর জন্য সূর্যাস্তের সময় বিশেষ বিরতি চালু করেছে এফএ। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এফএ কাপের ম্যাচগুলিতে মুসলমান খেলোয়াড়দের ইফতার সময় নিশ্চিত করতে এই বিশেষ ‘রামাদান ব্রেক’ রাখা হয়েছে। চলতি রমজানে পঞ্চম রাউন্ডের দুটি ম্যাচে এই নিয়ম কার্যকর হবে।
এছাড়া বেলজিয়ান প্রো লিগেও সূর্যাস্তের সময়ে বিশেষ বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। যদিও বেলজিয়ামে মুসলমানদের সংখ্যা মাত্র ৫ শতাংশ, তবুও এই বিরতি চালু করা হয়েছে। এই নিয়মে সেইন্ট ট্রুইডেন্স ও কে. ভি. কোর্টরির্টজের ম্যাচে ১২ মিনিট পর বিরতি দেওয়া হয়েছিল। সেইন্ট ট্রুইডেন্স ৪-২ গোলের ব্যবধানে জয়ী হয়।
প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ ‘এ’-লিগে ইফতার ব্রেকের ব্যবস্থা করা হয়েছে, যা গত কয়েক বছর ধরে চলমান।
সুপ্তি / টিডিএস