নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত ছাড়াই কি খেলবে ভারত?

স্পোর্টস ডেস্ক

প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই হারিয়ে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারত। অপরদিকে, ‘এ’ গ্রুপের আরেক দল নিউজিল্যান্ডও একইভাবে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে মুখোমুখি হবে। যদিও এটি একটি নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচটি নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে। এর মাধ্যমে সেমিফাইনালে অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা কার সঙ্গে খেলবে তা জানা যাবে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং রানার্সআপ অস্ট্রেলিয়া। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।

নকআউট পর্ব শুরুর আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীর দলের কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। আগের দুটি ম্যাচের একাদশে এক বা দুটি পরিবর্তন হতে পারে।

রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। যদি এমন হয় তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সহ-অধিনায়ক শুভমান গিল নেতৃত্ব দেবেন। রোহিতের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে। তবে ভারতীয় মিডিয়া বলছে, তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম।

লোকেশ রাহুল যিনি ছয় নম্বরে ব্যাট করছেন এবং উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং তার জায়গায় রিশাভ পান্তকে খেলানো হতে পারে। যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

ভারতের ব্যাটিং অর্ডারে সাত নম্বরে হার্দিক পান্ডিয়া এবং আট নম্বরে রবিন্দ্র জাডেজা থাকবেন। যারা ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি তিনটি পজিশনে থাকবেন বোলাররা—হর্ষিত রানা, অর্শদিপ সিং এবং বরুণ চক্রবর্তী। বরুণকে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছিল এবং তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ দেওয়া হতে পারে। তবে প্রথম দুটি ম্যাচে কুলদিপ ভালো বল করেছেন। মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হবে এবং তার জায়গায় অর্শদিপ সিং খেলবেন।

নিউজিল্যান্ডও দুটি পরিবর্তন আনতে পারে। তিন নম্বরে ব্যাট করা কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং তার জায়গায় মার্ক চাপম্যানকে খেলানো হতে পারে। এছাড়া, ব্যাটিং অর্ডারে সাত নম্বরে মিচেল ব্রেসওয়েলের পরিবর্তে ড্যারিল মিচেল আসতে পারেন।

নিউজিল্যান্ডের বোলিং অর্ডারের শেষ তিনটি জায়গায় জ্যাকব ডাফি, উইল ও’র্ক এবং কাইল জেমিসন আসতে পারেন। ম্যাট হেনরি বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি, তার পরিবর্তে ডাফি খেলার সম্ভাবনা রয়েছে।

সুপ্তি / টিডিএস

You may also like