৯ বছর পর ব্রাজিল দলে ফিরলেন অস্কার

by Sports Desk

৫২ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার অস্কার।

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন সেলেসাও কোচ।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা ছিলেন অস্কার। ২০১৬ সালে ব্রাজিলের হয়ে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন। দীর্ঘ সময় চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় ৯ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

বর্তমানে ১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।

ইউএ / টিডিএস

You may also like