বিসিবির নতুন দায়িত্বে বাশার

by Sports Desk

নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সোমবার (৩ মার্চ) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় বসেছিলেন বিসিবির পরিচালকরা। সেখানে বাশারকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

Advertisements

সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।’

দেশের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় অবদান রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম নাম বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে যোগ দেন বিসিবির নির্বাচক প্যানেলে। ছেলে-মেয়ে উভয় বিভাগের নির্বাচকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। গেল বছর সেই দায়িত্ব ছেড়ে পান নারী ক্রিকেট বিভাগের নতুন দায়িত্ব। তবে বছর পেরোতেই বদলে গেল তার ভূমিকা।

ইউএ / টিডিএস

You may also like