আইপিএলে নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের ব্যাটার

by Sports Desk

হ্যারি ব্রুক দুই বছরের জন্য আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) থেকে নিষিদ্ধ হয়েছেন। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে নিলামের পর নিজের নাম তুলে নেন ব্রুক, এবং এর ফলে তাকে শাস্তি পেতে হয়েছে।

এবারের আইপিএলে তিনি খেলতে পারবেন না, পাশাপাশি পরবর্তী আসরেও নিষিদ্ধ থাকবেন। তার নিষেধাজ্ঞার বিষয়টি ইতোমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে জানানো হয়েছে, যা বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) কর্তৃক নিশ্চিত করা হয়েছে।

Advertisements

ইন্ডিয়া ট্যুডে-কে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “হ্যারি ব্রুক এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন, আর পরবর্তী আইপিএলেও তিনি নিষিদ্ধ। পরের আসরে খেলতে চাইলে সেটি সম্ভব হবে না।”

এমন শাস্তির কারণ হলো, নিলামে দল পাওয়ার পর যদি কোনো ক্রিকেটার নিজের নাম তুলে নেন, তবে তাকে দুই বছর নিষিদ্ধ করা হবে।

নিলামের আগে হায়দরাবাদ ব্রুককে ছেড়ে দিলেও, দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয়। তবে দলে যোগ দেওয়ার পর ব্রুক জানান, তিনি আইপিএলে খেলতে পারবেন না। তার মতে, তার আন্তর্জাতিক ক্যারিয়ার সামনে গুরুত্বপূর্ণ সময় আসছে, এবং সেটির জন্য প্রস্তুতি নিতে চান, তাই আইপিএল থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

You may also like