৯০০ টাকায় গ্যালারিতে আইপিএল ম্যাচ

by Sports Desk

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ, ইডেনে, এবারের আইপিএল ম্যাচের টিকিটের দাম বেড়ে ৯০০ টাকা হয়েছে। গত বছর কলকাতার ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৭৫০ টাকা, এবার সেটি ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৯০০ টাকা হয়ে গেছে।

ভারত সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এবং তার রেশ কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে আইপিএল। এর ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রভাব এবারের আইপিএলে পড়তে পারে, এবং দর্শকদের মধ্যে আগ্রহ কিছুটা বেশি থাকতে পারে।

Advertisements

এবারের আইপিএলের প্রথম ম্যাচটি ইডেনে হবে, যেখানে কলকাতা নাইট রাইডার্স খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

শুধু ইডেনের টিকিট নয়, চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের টিকিটেও চাহিদা রয়েছে। এই দুই দলের ম্যাচ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে, যারা আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে।

সাধারণত আইপিএলে প্লে-অফ পর্বে টিকিটের চাহিদা বেড়ে যায়, তবে এবারের আইপিএলে আগ্রহ শুরু থেকেই বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ, এবারে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের দিকে নয়, বরং তরুণ ক্রিকেটারদের যেমন বরুণ চক্রবর্তী, হার্ষিত রানাদেরও ওপর নজর থাকবে।

গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, যা আইপিএলের পরে অনুষ্ঠিত হয়েছিল। এবার আইপিএল শুরুর মাত্র ১৩ দিন আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এবং এ কারণে আইপিএলে আগ্রহ অনেক বেশি বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

You may also like