৪ মাসের জন্য মাঠের বাইরে উড

by Sports Desk

সময়ের অন্যতম সেরা গতি তারকা মার্ক উডের জন্য চোট যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। চোট কাটিয়ে কিছু সময় খেলার পর আবারও চোটে পড়েছেন তিনি।

এবার ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন উড, ফলে আগামী মাসে শুরু হতে যাওয়া ভারত সিরিজটি মিস করতে পারেন তিনি।

Advertisements

গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে ইংল্যান্ড। সেদিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় তিনি হাঁটুতে ব্যথা অনুভব করেন এবং তখনই মাঠ থেকে উঠে যান।

৩৮ মিনিট পর তিনি আবারও মাঠে ফিরলেও, বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী এই পেসার।

২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছিলেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করালে জানা যায়, তার লিগামেন্টের মিডিয়াল অংশে আঘাত লেগেছে।

এ অবস্থায় বুধবার (১২ মার্চ) সকালে লন্ডনে উডের হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাকে আগামী ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে।

You may also like