রানা-মিরাজের তালিকায় যুক্ত ঋতুপর্ণা

by Sports Desk

সেরাদের পুরষ্কারে সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমা।

ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। আগামী ১১ এপ্রিল জমকালো আয়োজনে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে।

Advertisements

শনিবার (১৫ মার্চ) থেকে শুরু হওয়া এই ভোটিং প্রক্রিয়া চলবে ২৪ মার্চ পর্যন্ত। এবারও ধারাবাহিকভাবে থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে নির্বাচিত হবেন সেরা তারকা।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা বিএসপিএ ওয়েবসাইটে প্রবেশ করে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচনে অংশ নিতে পারবেন।

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড যা ঘোষণা ও প্রদান করা হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার—বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানার অটোগ্রাফ করা বল, কুলের গিফট হ্যাম্পার এবং কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।

এবারও বিএসপিএ অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড ‘কুল’-এর সৌজন্যে এই আয়োজনের নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

ইউএ / টিডিএস

You may also like