সাবেক চেয়ারম্যানের কড়া প্রতিক্রিয়া আফ্রিদির মন্তব্যে

by Sports Desk

শহিদ আফ্রিদির সম্প্রতি মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক আইসিসি ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছিলেন, ‘যখন কোনো টুর্নামেন্ট আসে, আমরা সবসময় প্রস্তুতির কথা বলি। এরপর যখন ব্যর্থ হই, তখন আবার বড় পরিবর্তনের কথা বলি। বাস্তবতা হলো, ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে।’

Advertisements

শহিদ আফ্রিদির এমন মন্তব্যের কড়া সমালোচনা করে সাবেক আইসিসি ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান ক্রিকেট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত স্বার্থের কারণে কথা বলেন সাবেক ক্রিকেটার, বিশেষ করে সাবেক ক্রিকেটাররা।

আফ্রিদির সমালোচনা উড়িয়ে দিয়ে মানি বলেন, ‘আমি শহীদ আফ্রিদি বা অন্য কেউ যা বলেন, তাতে কোনো বিশ্বাস রাখি না। তাদের ব্যক্তিগত এজেন্ডা আছে বা অন্য কিছু। তাই আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। শুধু এটুকু বলবো যে নেতৃত্ব পিসিবির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ থেকেই আসা উচিত। বাকি বিষয়গুলো নিয়ে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি না।’

ইউএ / টিডিএস

You may also like