ফুটবলের বাইরে ভিন্ন এক মঞ্চে লামিন ইয়ামাল

by Sports Desk

বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল এবার ফুটবলের গণ্ডি পেরিয়ে ভিন্ন এক মঞ্চে উপস্থিত হলেন।

স্পেনে WWE আয়োজিত এক ইভেন্টে অংশ নেন বার্সার এই তরুণ তারকা। শুধু অংশ নেওয়াই নয় সেই ইভেন্ট থেকে পেয়েছেন নিজের নাম খোদাই করা স্বর্ণের WWE বেল্ট!

Advertisements

Smackdown ইভেন্টে যোগ দিয়ে ইয়ামাল সাক্ষাৎ করেছেন রেসলিং কিংবদন্তি ট্রিপল এইচ এবং বর্তমান WWE চ্যাম্পিয়ন কোডি রোডসের সঙ্গে। তার সঙ্গী ছিলেন বার্সার দুই তরুণ সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই ইয়ামাল তার স্বর্ণের বেল্ট উঁচিয়ে আনন্দ প্রকাশ করেন।

WWE তারকা ড্রু ম্যাকইনটায়ার ও ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ায় ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করেন। ট্রিপল এইচ ক্যাপশনে লেখেন, ‘বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ এই তরুণদের হাতেই!’

তবে WWE-তে স্বর্ণের বেল্ট জিতলেও ইয়ামালকে আসল লড়াই করতে হবে ফুটবলের মাঠে। রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচে বার্সার হয়ে খেলতে নামবেন তিনি। এরপর আন্তর্জাতিক বিরতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলতে স্পেন দলে যোগ দেবেন।

ইউএ / টিডিএস

You may also like