ফাহমিদুলকে স্কোয়াডে না রাখায় যা বললেন ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক

ক্যাবরেরা জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে রাখেননি ফাহমিদুলকে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বাংলাদেশ দল সৌদি আরব থেকে ঢাকায় ফিরে। দলের অন্য সকল খেলোয়াড় আসলেও ফাহমিদুল আসেননি। ফাহমিদুল না আসা নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন এবং খেলোয়াড় পরিবর্তন সব সময়ই বিতর্কিত। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রায় প্রতি পদক্ষেপেই প্রশ্ন উঠেছে এই কোচের সিদ্ধান্ত নিয়ে। ৩৮ জনের তালিকায় ইতালিয়ান প্রবাসীকে অন্তর্ভুক্ত করে বিস্ময় সৃষ্টি করেছিলেন তিনি। এখন আকস্মিকভাবে কয়েকজনকে বাদ দিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছেন।

৩৮ জনের নাম প্রকাশের পরেও অনুশীলন কিংবা ক্যাম্পে না নিয়ে ৮ জনকে বাদ দেওয়া এবং সৌদিতে তিনটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেও একটি ম্যাচ খেলে দেশে ফিরে আসা এসব ঘটনা ঘরোয়া ফুটবলে বিরল।

ইউএ / টিডিএস

You may also like