দেশটির শীর্ষ লিগে লেভস্কি সোফিয়া ক্লাবের বিপক্ষে নিজেদের সাবেক ফুটবলারের জন্য শোক পালন করে আর্দা কারজালি। পরে জানা যায় তাদের সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ বেঁচে আছেন।
রবিবার (১৬ মার্চ) এমন ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে আর্দা কারজালি ক্লাব। যারা ম্যাচের আগে নীরবতা পালন করেছিল। যদিও দুই দলই শোক পালন করেছিল তবে আর্দা ক্লাব এটি আয়োজন করেছিল সাবেক ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এ জন্য তারা সাবেক ফুটবলারের কাছে ক্ষমাও চেয়েছে। ক্লাবটি এই খবর ম্যাচ শেষ হওয়ার আগে জানতে পারে এবং পরে নিজেদের ফেসবুক পেজে জানায় যে তারা যে গানচেভের মৃত্যুর খবর পেয়েছিল তা ভুল ছিল।
আর্দা কারজালি ক্লাব জানায়, ‘আর্দার সাবেক খেলোয়াড় পেটকো গানচেভ ও তার স্বজনদের কাছে ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে যে, আমরা তার মৃত্যুর ভুল খবর পেয়েছিলাম। আশা করি পেটকো আরও অনেক বছর সুস্থ থাকবে এবং আর্দার সাফল্য উপভোগ করবে।’ পরদিন (সোমবার) অবশ্য সেই পোস্টটিও সরিয়ে নেয় বুলগেরিয়ান ক্লাবটি।
যে ম্যাচের আগে এই বিব্রতকর ঘটনা ঘটে সেই খেলায় ১-১ গোলে ড্র করে লেভস্কি সোফিয়া ও আর্দা কারজালি। ১৬ দলের এই প্রতিযোগিতায় আর্দা বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা তাদের সামনে রয়েছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ লেভস্কি সোফিয়া টেবিলের দুইয়ে অবস্থান করছে।
ইউএ / টিডিএস