ওয়াদিফা অর্জন করলেন আন্তর্জাতিক মাস্টার খেতাব

by Sports Desk

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় বাংলাদেশের মনন রেজা নীড় ও ওয়াদিফা আহমেদ পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। এই সাফল্যের মাধ্যমে উভয় দাবাড়ু পরবর্তী দাবা বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছেন।

এছাড়া, ওয়াদিফা আহমেদের জন্য আরও একটি বিশেষ অর্জন এসেছে। তিনি বাংলাদেশে চতুর্থ নারী দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার খেতাব লাভ করেছেন। ১৯৮৫ সালে রানী হামিদ প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হন, এরপর শামীমা সুলতানা এবং শিরিন সুলতানা এই খেতাব অর্জন করেন।

এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব দেওয়া হয়, যার জন্য নর্ম পূরণের প্রয়োজন নেই এবং রেটিং ২০০০ হলেই যথেষ্ট। ওয়াদিফার রেটিং বর্তমানে ২০৯১, তাই তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথেই কোনো বাধা ছিল না।

কলম্বো জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে ওয়াদিফা স্বাগতিক দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই তার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত, এবং গতকাল তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে সেই লক্ষ্য পূর্ণ করেন। চ্যাম্পিয়ন হয়ে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “অনেক ভালো লাগছে। আমার প্রথম লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার হওয়া। এরপর গ্র্যান্ড মাস্টার হওয়ার লক্ষ্য রয়েছে। আমি আমার লক্ষ্য পূরণে শতভাগ চেষ্টা করব।”

ওপেন বিভাগে ছিল বিভিন্ন সমীকরণ। শেষ রাউন্ডে লঙ্কান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন নীড়। অন্যদিকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ফিদে মাস্টার ইমনকে পরাজিত করেন। এর ফলে, নীড় ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন। যদিও দুই সপ্তাহ আগে মন্টিনিগ্রোতে বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় তিনি ভালো ফল করতে পারেননি, তবে এশিয়ান জোনালে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। বিশ্বকাপ দাবায় এটি তার প্রথম প্রতিনিধিত্ব হবে।

এশিয়ান জোনাল দাবায় প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কিছু রাউন্ড পর্যন্ত একক ও যুগ্মভাবে শীর্ষে ছিলেন। তবে, অষ্টম রাউন্ডে নীড়ের কাছে হারানোর পর তিনি পিছিয়ে পড়েন। শেষ রাউন্ডে জয়লাভ করে তাহসিন ৬.৫ পয়েন্ট নিয়ে দিলশান, ফাহাদ এবং ইমনের সঙ্গে টাইব্রেকিংয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

You may also like