সাকিবের মুক্তিতে আনন্দিত পাইলট-গোর্কিরা

স্পোর্টস ডেস্ক

তৃতীয়বারের চেষ্টায় অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং পরীক্ষা দিয়ে তার বোলিং অ্যাকশন বৈধতা ফিরে পেয়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবরটি নিশ্চিত করেছে সাকিবের টি-টেন লিগের দল বাংলা টাইগার্স।

বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে, এবং সেই ত্রুটি ঠিক করতে সাকিব সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেন। দীর্ঘ সময়ের পর এই চেষ্টার সুফল পাওয়া যায়।

সাকিবের বোলিং অ্যাকশনে বৈধতা ফিরে আসায় আনন্দিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে তিনি বলেন, “খুবই ভালো খবর। সাকিব আবার বোলিংয়ে ফিরেছে, এটা সত্যিই ভালো লাগছে। এখন সে সব ধরনের ক্রিকেটে খেলতে পারবে। যদি নির্বাচকরা মনে করেন, তাকে আবার বিবেচনায় নিতে পারে।”

সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কিও তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সাকিব অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, তবে শেষদিকে তার বোলিং অ্যাকশন অবৈধ হয়ে গিয়েছিল। কিন্তু সাকিব সবকিছু পার করে ফিরে এসেছে, এটা সত্যিই বড় এবং আনন্দের খবর। বিসিবি এবার তাকে বিবেচনা করতে পারে, সে অনেক কিছু করেছে দেশের জন্য।”

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে সাকিবের আর কোনো বাধা নেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার। তার বোলিং অ্যাকশন বৈধ হয়ে যাওয়ায় তিনি অলরাউন্ডার হিসেবে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন। তবে, যদি আবার বোলিংয়ে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

You may also like