পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ডাফির

by Sports Desk

বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড এই পেসার।

বুধবার (১৯ মার্চ) আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়েছেন ডাফি।

Advertisements

গত রবিবার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন ৩০ বছর বয়সী ডাফি ১৪ রানে ৪ উইকেট নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয়বার ৪ উইকেট নেওয়া। মঙ্গলবার ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রানে ২ উইকেট নেন তিনি। দুটি ম্যাচেই জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা।

শেষ ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ২২ ধাপ অগ্রগতি হয়েছে বেন সিয়ার্সের এখন তার র‍্যাঙ্ক ৬৭তম। এছাড়া ইশ সোধি (৩৬তম) জ্যাকারি ফোকস (৯০তম), এবং পাকিস্তানের হারিস রউফ (২৬তম) উন্নতি করেছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১১টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে ২৯ বলে ৪৪ ও ২২ বলে ৪৫ রান করে ২০ ধাপ এগিয়েছেন টিম সাইফার্ট। ফিন অ্যালেনও দুই ম্যাচে ২৯ ও ৩৮ রান করে ৮ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় আগের মতো সবার ওপরে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

ইউএ / টিডিএস

You may also like