কোয়াবের নতুন কমিটিতে যারা আছেন

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের স্বার্থ সংক্রান্ত বিষয়সমূহ পরিচালনা করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

রবিবার (২৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় কোয়াব নেতৃত্বের একটি মিটিং অনুষ্ঠিত হয় যেখানে পূর্ববর্তী কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা শেষে আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নতুনভাবে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং ৮টি বিভাগ থেকে ৮ জন সদস্য রাখা হবে।

আকরাম বলেন, ‘আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সাথে বসেছিলাম। ক্রিকেটারদের নিয়ে বসেছিলাম যেন কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা হেড করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি এবং দেবব্রত পাল আছে। এ ছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে।’

ইউএ / টিডিএস

You may also like