তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথা বলছেন

by Sports Desk

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রিমিয়ার লিগের ম্যাচে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। দুইবার হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পর তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানানো হচ্ছে।

Advertisements

এদিকে, সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল ঢাকা পোস্টকে জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

You may also like