ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল

by Sports Desk

ডেনমার্ককে ৫-২ গোলে এবং দুই লেগে মিলে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো পর্তুগিজরা।

রবিবার (২৩ মার্চ) রাতে লিসবনে ম্যাচ শুরু হওয়ার পরই পেনাল্টি পেয়ে যান সিআর সেভেন। নিজে স্পট কিক নিতে গিয়ে ডেনিস গোলরক্ষক ক্যাস্পার স্মেইসেলকে ফাঁকি দিতে ব্যর্থ হন। ফলে, পেনাল্টি মিস করেন রোনালদো। এই মিস যেন তাঁকে আরও প্রেরণা দিয়েছে।

Advertisements

এরপর রোনালদো অসাধারণ ফুটবল উপহার দেন। তিনি একটি গোল করেন এবং দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফ্রান্সিসকো ত্রিনকাও’র দুটি গোলের সাহায্যে পর্তুগাল ডেনমার্ককে ৫-২ গোলে পরাজিত করে, এবং দুই লেগে ৫-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছায়। পরবর্তী সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে জার্মানি।

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগাল ০-১ গোলে পরাজিত হয়েছিল। কোপেনহেগেনে সেই ম্যাচে রোনালদোকে একেবারে অনুপস্থিত দেখা গিয়েছিল। তখনই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে ফিরতি লেগটি রোনালদোর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি তিনি সেখানে খারাপ খেলতেন, তাহলে পর্তুগাল দলে তার ভবিষ্যত নিয়ে বড় প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল।

ইউএ / টিডিএস

You may also like