তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড সদস্যরা

স্পোর্টস ডেস্ক

সাভারের কেপিজি হাসপাতালে তামিম ইকবালকে দেখতে সকালেই তার স্ত্রী আয়েশা, ভাই নাফিস ইকবাল এবং চাচা আকরাম খান উপস্থিত হন। সে সময় তামিমের শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। তার অসুস্থতার খবর শোনার পর, আজকের নির্ধারিত বোর্ড সভাটি বাতিল করা হয়।

এরপর, সাভারের কেপিজি হাসপাতালে একে একে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুবুল আনাম সহ আরও বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পরে, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং কোচরাও হাসপাতালে এসে তামিমের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও খালেদ মাহমুদ সুজনও সেখানে উপস্থিত হন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তামিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও তিনি শঙ্কামুক্ত নন।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপ করে বলেন, “তামিমকে হার্ট অ্যাটাক হয়েছিল, এজন্য এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়েছে। সবকিছু খুবই smoothly এবং efficiently হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ড. মারুফ এটি করেছেন এবং ব্লকটি পুরোপুরি চলে গেছে। বর্তমানে তিনি অবজারভেশনে আছেন, এবং কিছু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণে তার জন্য চেষ্টা করছি।”

You may also like