স্বাধীনতা দিবসে সাবেকদের টি-টেন ম্যাচ

by Sports Desk

স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২৬ মার্চ (বুধবার) বেলা ২:৩০ টায় শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই প্রদর্শনী ম্যাচটি টি-টেন ফরম্যাটে (১০ ওভার) অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ সবুজ একাদশ ও বাংলাদেশ লাল একাদশে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ লাল স্কোয়াড

আকরাম খান, হাবিবুল বাশার সুমন, আব্দুল হান্নান সরকার, সজল চৌধুরি, সানেওয়ার হোসেন, মেহরাব হোসেন অমি, ফয়সাল হোসেন, মোহাম্মাদ ছালিম, নাজমুল হোসেন, ডলার মাহমুদ,নিয়ামুর রশিদ রাহুল, খান আব্দুর রাজ্জাক, গোলাম ফারুক সুরু,সাজ্জাদ আহমেদ শিপন ও রবিউল হাসান।

বাংলাদেশ সবুজ স্কোয়াড

মিনহাজুল আবেদিন নান্নু, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, আতহার আলি খান, শাহরিয়ার নাফিস, এহসানুল হক সেজান, মোহাম্মদ রফিক, হারুনর রশিদ লিটন, তালহা জুবায়ের, হাসিবুল হোসেন শান্ত, হাসানুজ্জামান, মুশফিকুর রহমান বাবু, জাকির হোসেন, জামাল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আলি।

ইউএ / টিডিএস

You may also like