ডিপিএলে বিজয় শীর্ষস্থানে

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ বিপিএলে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। তবে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)-এ দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই ওপেনার। ঈদের আগে গতকালই ছিল ডিপিএলের শেষ দিন, এবং ৮ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন বিজয়।

৮ ম্যাচে ৫৩০ রান করেছেন বিজয়। এর মধ্যে ১৬টি ছক্কা এবং ৪৭টি চার রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ, যিনি ৮ ম্যাচে ৪৯১ রান করেছেন। তার স্ট্রাইকরেট প্রায় ১২৩, এবং ৫০টি চার ও ২৩টি ছক্কা মেরেছেন।

তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ৮ ম্যাচে ৪৩০ রান করেছেন, যেখানে ২৯টি চার এবং ১৯টি ছক্কা রয়েছে। চতুর্থ স্থানে রয়েছেন পারভেজ হোসেন ইমন, যিনি আবাহনীর এই ওপেনার হিসেবে ৪১৩ রান করেছেন, ৩৯টি চার এবং ১৯টি ছক্কা নিয়ে।

তালিকার পঞ্চম স্থানে আছেন নুরুল হাসান সোহান। ৮ ম্যাচ খেলা এই অধিনায়ক মিডল অর্ডারে ব্যাট করে ৪০১ রান করেছেন, যেখানে ৪০টি চার এবং ১০টি ছক্কা রয়েছে।

You may also like