দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার ঘোষণা

স্পোর্টস ডেস্ক

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল, যেখানে সেলেসাওরা কার্যত ছেলেখেলার শিকার হয়েছে। এমন একটি হারের পর ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের উপর চাপ বেড়ে গেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, আর্জেন্টিনার কাছে এমন বড় পরাজয়ের পর দোরিভালের ওপর চাপ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ ইতিমধ্যেই বিকল্প কোচের খোঁজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়রের বরখাস্ত হতে সময় খুব একটা বাকি নেই। তবে এই বিষয়ে কিছু ভিন্ন মতও রয়েছে, যা এখনো আলোচনায় রয়েছে।

সিবিএফের বেশিরভাগ পরিচালক মনে করছেন, আগামী জুন বা জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময় দোরিভালকে বরখাস্ত করা উচিত। তবে কিছু পরিচালকের মধ্যে মতবিরোধ রয়েছে, কারণ তারা চাইছেন, এই সময়টাকে আরও এগিয়ে আনা হোক। বিশেষ করে, প্রেসিডেন্ট এদনালদো রড্রিগেজের সাথে কোচ দোরিভালের সম্পর্কের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। যদিও এদনালদো বর্তমানে ফুটবল সভাপতি নির্বাচনে ব্যস্ত থাকায়, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিকে, ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে এমন হারের পর নিজের দায় স্বীকার করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা ঠিক মতো কাজ করেনি। এর ফলে, তারা আমাদের সহজেই পরাজিত করেছে। তারা সঠিকভাবে খেলে জয় পেয়েছে। তবে আমরা অবশ্যই ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে পাব।”

এদিকে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো সম্প্রতি জানিয়েছিলেন, সিবিএফ ব্রাজিলের কোচ হিসেবে দোরিভালকে অব্যাহত রাখতে আগ্রহী। তবে, আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের পর সেই অবস্থান বদলেছে কিনা, তা এখনও স্পষ্ট হয়নি।

বর্তমানে, ব্রাজিলের কোচ হিসেবে দোরিভাল ১৬টি ম্যাচ পরিচালনা করেছেন। তার মধ্যে ৭টি ম্যাচ ড্র, ৭টি ম্যাচ জয় এবং ২টি ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে, কনমেবল অঞ্চলে বর্তমানে ব্রাজিলের অবস্থান চতুর্থ, তাদের পয়েন্ট সংখ্যা ২১।

You may also like