বাংলাদেশ ছাড়ার আগে হামজা যা বললেন

by Sports Desk

বাংলাদেশে এসে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন। তবে যাওয়ার আগে জানিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন।

বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষ দেখা করার পর আজ সকালে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানে করে দেশ ছাড়েন হামজা। জানা গেছে, সকাল পৌনে ১০টায় ঢাকা থেকে সিলেট, তারপর সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ফ্লাইটে যাত্রা করেছেন। দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় হামজা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।”

Advertisements

এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে আবার বাংলাদেশে আসবেন হামজা। বাফুফে এই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়, তবে স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে। তার পরবর্তী ম্যাচটি ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগে হবে।

You may also like