আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৪-এ খেলতে যাচ্ছেন লিটন দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সকলকেই পিএসএলে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করেছে।
লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো আসরই খেলবেন, তবে নাহিদ রানা আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন। একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে এই তথ্য।
পিএসএলের দশম আসর শুরু হবে ১১ এপ্রিল। এর চার দিন পর জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে। নাহিদ রানা প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন, এরপর পিএসএলে যোগ দেবেন। এজন্য তিনি পুরো সময়ের জন্য এনওসি পেয়েছেন, তবে প্রথম ৫টি ম্যাচ মিস করতে পারেন। তিনি পেশোয়ার জালমির হয়ে খেলবেন।
এদিকে, লিটন দাসকে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, তাই পিএসএল শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। এছাড়া, টেস্ট দলের ভাবনায় না থাকায় রিশাদ হোসেনও পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন।
পিএসএল প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, তাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাসও, তিনি খেলবেন করাচি কিংসের হয়ে। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, যাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।