হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন তামিম

by Sports Desk

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (শুক্রবার) দুপুরে বাসায় ফিরে গেছেন তামিম ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।

চিকিৎসক জানিয়েছেন, “বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বাড়িতে ফিরে গেছেন। পরবর্তী চিকিৎসা বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisements

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম অসুস্থ হয়ে পড়েন এবং বুকে ব্যথা অনুভব করলে তাকে কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে জানা যায়, তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে ব্লক ধরা পড়ে, যার পর রিং পরানো হয়।

একদিন কেপিজি হাসপাতালে থাকার পর বুধবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তিনি বাসায় ফিরে গেছেন।

You may also like