হেনরিক্স প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেন

স্পোর্টস ডেস্ক

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক মোয়েসিস হেনরিক্স। ২০২৪-২৫ মৌসুমে বেশ কিছু ম্যাচে তাকে খেলতে দেখা যায়নি।

৩৮ বছর বয়সী হেনরিক্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্য ছিলেন এবং ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের সাথে তার চুক্তি এখনো এক মৌসুম বাকি রয়েছে, এবং এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নভেম্বর থেকে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে আর মাঠে নামেননি হেনরিক্স। এবার ওয়ানডে অধিনায়ক জ্যাক এডওয়ার্ডস দলের নেতৃত্বে থাকবেন, আর শিল্ড ফাইনালে খেলার দিকে নজর দিবে নিউ সাউথ ওয়েলস।

হেনরিক্স বলেন, “বড়দিনের আগে আমি শেফিল্ড শিল্ডে না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ সময় এই দলকে নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক সম্মান। তবে শুধু খেলা নয়, পারফর্মও করতে হয়। আমি এখনো শারীরিকভাবে ফিট আছি, তবে বড় ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের দলে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে, তারা এখন নেতৃত্বে আসবে। আমি তাদের খেলা মনোযোগ দিয়ে দেখব। এই দীর্ঘ যাত্রায় যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”

প্রথম শ্রেণীর ক্রিকেটে হেনরিক্স ৩৪.৮৪ গড়ে ১৩টি সেঞ্চুরিসহ ৬৮৩০ রান এবং ৩০.৭৫ গড়ে ১২৭ উইকেট সংগ্রহ করেছেন।

২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তার অভিষেক টেস্টে দুটি ইনিংসে ৬৮ এবং অপরাজিত ৮১ রান করেছিলেন। পরবর্তী তিন ম্যাচে তিনি ডাবল অঙ্কে যেতে পারেননি, এর মধ্যে ২০১৬ সালে দুটি ম্যাচ ছিল ভারত এবং একটি শ্রীলঙ্কার বিপক্ষে।

You may also like