বার্সেলোনার সামনে নতুন দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার দানি ওলমো চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এই সময়কালে স্পেন ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে কাতালান ক্লাবটির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৫ দিনে বার্সেলোনাকে ৯টি ম্যাচ খেলতে হবে, আর এই সময়ে ওলমোর অনুপস্থিতি তাদের জন্য গুরুতর চিন্তার কারণ।

শুক্রবার বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ২৬ বছর বয়সী এই উইঙ্গার গতকালের ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে চোট পান। পরীক্ষায় জানা গেছে, ওলমো ডান পায়ের অ্যাডাক্টর (ঊরুর) পেশিতে চোট পেয়েছেন, যার কারণে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। এই চোটের কারণে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে, বিশেষ করে মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে।

লা লিগায় গতকাল বার্সেলোনা ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে ফেরান তোরেস এক গোল করেন, পরে ওলমো স্পট কিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা রবার্ট লেভানদেভস্কি কাতালানদের বড় জয় নিশ্চিত করেন। তবে জয় উদযাপন করার আগেই ওলমো চোট পেয়ে মাঠ ছাড়েন, যা তাকে অন্তত ৫টি ম্যাচে খেলতে পারবেন না।

ওলমো মাঠে ফিরতে না পারলে, বার্সেলোনা লা লিগায় তিনটি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের প্রথম লেগে অংশ নিতে হবে। ৯ এপ্রিল তারা জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল ফিরতি লেগেও তার অনুপস্থিতি নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া, কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তিনি দর্শক সারিতে থাকবেন।

You may also like