আদালতের কাঠগড়ায় আনচেলত্তি, জেলের আশঙ্কা

by Sports Desk

কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার (২ এপ্রিল) মাদ্রিদের এক আদালতে শুরু হবে তার বিচার প্রক্রিয়া। স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ আনচেলত্তি প্রকৃত আয়ের তথ্য গোপন করেছেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছেন।

Advertisements

৬৫ বছর বয়সী আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ ও ২০১৫ সালের আয়কর রিটার্নে তিনি চিত্রস্বত্ব (ইমেজ রাইটস) থেকে পাওয়া আয়ের কোনো তথ্য দেননি। এতে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখেরও বেশি ইউরোর কর থেকে বঞ্চিত হয়েছে।

প্রসিকিউটরদের দাবি আনচেলত্তি স্পেনে বসবাসের সময় শুধুমাত্র রিয়াল মাদ্রিদ থেকে পাওয়া বেতনকে নিজের আয় হিসেবে দেখিয়েছেন এবং মাদ্রিদকেই অফিসিয়াল ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন। তবে তিনি শেল কোম্পানির জটিল নেটওয়ার্কের মাধ্যমে চিত্রস্বত্ব এবং অন্যান্য উৎস যেমন রিয়েল এস্টেট থেকে পাওয়া আয় গোপন করেছেন।

প্রসিকিউশনের তথ্যানুযায়ী, আনচেলত্তি ২০১৪ সালে চিত্রস্বত্ব বিক্রি থেকে ১.২৪ মিলিয়ন ইউরো এবং ২০১৫ সালে ২.৯৬ মিলিয়ন ইউরো আয় করেছিলেন। ২০২৩ সালে আদালত বিচার শুরুর নির্দেশ দিলেও তারিখ নির্ধারিত হয়নি, যা এবার চূড়ান্ত হলো।

আনচেলত্তি এর আগে এই মামলাকে ‘পুরোনো বিষয়’ বলে অভিহিত করেছিলেন এবং আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, এটি দ্রুত সমাধান হবে।

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ স্পেন, ইতালি, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ লিগ শিরোপা জিতেছেন। তবে এবার তাকে মাঠের বদলে লড়াই করতে হবে আদালতের কাঠগড়ায়।

ইউএ / টিডিএস

You may also like