বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট দল। আগামী দুই বছরের জন্য তিনি নেপাল পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এই দায়িত্ব গ্রহণ করছেন মন্টি দেশাইয়ের স্থানে।
স্টুয়ার্ট ল’ নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানান, তার লক্ষ্য থাকবে নেপাল ক্রিকেটকে আরও উন্নত করা। সর্বশেষ তিনি আমেরিকা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তবে তাকে পরবর্তীতে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন না।
এর আগে ল’ বাংলাদেশ যুব দলের প্রধান কোচ ছিলেন এবং আফগানিস্তান জাতীয় দলেও কাজ করেছেন। ২০১২ সালে তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল।
নেপালের সঙ্গে তার কোচিং অধ্যায় শুরু হবে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে, যেখানে অংশগ্রহণ করবে নেপাল, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। এই সিরিজটি ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর অংশ, যেখানে বর্তমানে নেপাল দ্বিতীয় অবস্থানে রয়েছে।