বুমরাহ কবে ফিরবেন মাঠে?

by Sports Desk

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহকে কবে আইপিএলে দেখা যাবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এখনও মাঠে নামতে পারেননি জাসপ্রিত বুমরাহ। ফিটনেস ইস্যুর কারণে ম্যাচ খেলার ছাড়পত্র পাননি এই পেসার।

Advertisements

বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন জাসপ্রিত বুমরাহ। সেখানেই সুস্থ হয়ে খেলার ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে তার প্রত্যাবর্তন নিয়ে কিছু বলতে পারছেন না মাহেলা জয়াবর্ধনে।

কোচ বলেন, ‘আমি আগেও বলেছিলাম ও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু ও কবে মাঠে নামতে পারবে তার দিন এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানায়নি। ওর ফেরার খবর আমাদের কাছে নেই।’

বুমরাহ না থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কা হলেও দলের বোলিং আক্রমণ তার অভাব পূরণ করতে পারবে বলে মনে করেন প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ বেশ অভিজ্ঞ। ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া আছে। আশা করছি, কোনও সমস্যা হবে না। ওরা সব ধরনের উইকেটে মানিয়ে নিতে পারে। তবে প্রতিটি মাঠে আলাদা চ্যালেঞ্জ থাকে, সেটি সামলাতে ওরা প্রস্তুত।’

চেন্নাইয়ের বিপক্ষে অতিরিক্ত পেসার হিসেবে সত্যনারায়ণ রাজুকে খেলালেও অর্জুন টেন্ডুলকারকে দলে রাখা হয়নি। জয়াবর্ধনে জানিয়েছেন অসুস্থতার কারণে তাকে খেলানো সম্ভব হয়নি। তবে এখন তিনি সুস্থ এবং অনুশীলনও করেছেন।

ইউএ / টিডিএস

You may also like